নামো প্রভুর নামে
শোভাযাত্রায় বেরিয়েছে জগন্নাথ ,সুভদ্রা, বলরাম
রথের রশ্মি টানছে অশ্বারোহী ভক্ত বেশে,
আয় ছুটে আয় পথের ধুলোয় লুটে
থাকিসনা মন লুকিয়ে ঘরের কোণে।।
দেখবি কেমন ধ্বজা উড়িয়ে ভক্ত নেমে ঢলে
শূন্য রয় না তারাও ধ্বনিতে কর্ণকুহরে জয়থেমে।।
হরিলুটে বাতাসা, ফল ,নৈবেদ্য নানা আয়োজনে
ভিড়ের মাঝে লুটিয়ে নেবে জয় জগন্নাথ প্রভুর নামে,
আয়রে চলে পথিক ভোলা তুচ্ছ সবি ভুলে
চিত্রকায়ায় মিশিয়ে ধুলোয় নামো প্রভুর নামে।।
শঙ্কা আজি হবে দূর দাও চিত্ত খুলে
নগর গ্রামে উচ্ছ্বাস জাগাও তাহার নামে।।
রক্ত কেমন হিন্দোল জাগায় চিত্তে মিলেমিশে
ব্যথা বিষাদ ভুলে যাবে সুখের পরশে মেলে,
আয় রে চলে অশ্রুমুছিয়ে বোল ধর তালে
ওই প্রভু দেখছে সন্তানেরে নির্লিপ্ত তবুও ফিরে।।
থাকিস না রে বদ্ধ ঘরে অন্ধকারে ঘিরে
জুই ,বেলি বরণডালায় দে প্রভুর পদে সপে।।
রচনাকাল : ১৩/৭/২০২১
© কিশলয় এবং রিনা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।