গাঁয়ের ছায়া মাটির পরশ... গাঁ আমার জন্মভূমি মা
আমার গাঁয়ের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে মাটির পরশ মাটি কোমল সরস
মাঠে ফলে সোনার ফসল,
আমাদের ছোট গাঁয়ে পদ্মদিঘি আছে বাঁয়ে
হাঁস জলে করে কোলাহল।
দিঘিতে কমল ফুটে অলি দল আসি জুটে
ফুলে ফুলে করে গুঞ্জরণ,
পদ্মদিঘি কালো জল ফুটে সোনার কমল
সৌরভ ছড়ায় সারাক্ষণ।
কলসীতে জল নিয়ে ঘোমটা মাথায় দিয়ে
নববধূ চলে নিজ ঘরে,
ছেলেরা দিঘির ঘাটে দুপুরে সাঁতার কাটে
তেল মেখে রোজ স্নান করে।
অদূরে অজয় ঘাটেসূর্য যবে বসে পাটে
সোনালী কিরণ ঝরে জলে,
গাঁয়ের মন্দির মাঝে ঢাক ঢোল কাঁসি বাজে
অজয় আপন বেগে চলে।
মাঝরাতে চাঁদ উঠে আকাশেতে তারা ফুটে
জোছনায় হাসে সারা গ্রাম,
রাত কাটে ভোর হয় শীতল সমীর বয়
মোর গ্রাম সুখ শান্তি ধাম।
রচনাকাল : ১৩/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।