গাঁয়ের ছায়া মাটির পরশ... গাঁ আমার জন্মভূমি মা
আমার গাঁয়ের কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আছে আমাদের গাঁয়ে আম কাঁঠালের ছায়ে
মাটির পাঁচিল আঙিনায়,
ছোট ছোট ঘর আছে বেড়ায় তেঁতুল গাছে
ভোরের পাখিরা গান গায়।
রাঙাপথে ধারে ধারে তালগাছে সারে সারে
নারকেল খেজুর সুপারি,
গ্রাম সীমানার কাছে দূরে নদীঘাট আছে
যাত্রীসব চলে সারি সারি।
এ গাঁয়ের মাঝখানে মধু মুদির দোকানে
বেচাকেনা চলে সারাদিন,
চাল ডাল তেল নুন আলু পটল বেগুন
সব বেচে আর বেচে ডিম।
নয়ন দিঘির পাড়ে কলাগাছ চারিধারে
দিঘিজলে হাঁসগুলি ভাসে,
দুপুরে সেই দিঘিতে কালো জলে ডুব দিতে
রোজ এক পানকৌড়ি আসে।
দিবসের অবসানে পাখিদের গানে গানে
সন্ধ্যা নামে আমাদের গাঁয়ে,
সাঁঝের আঁধার হলে জোনাকিরা গাছে জ্বলে
চাঁদ উঠে আকাশের গায়ে।
রচনাকাল : ১১/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।