খোকার সাধপুরণ দেবমাল্য মুখোপাধ্যায় খোকার মনে আজকে ভীষণ খুশির দিন। তাই খোকা আনন্দে নাচছে তা ধীন ধীন।। আজকে খোকা যাবে প্রথম ইসকুলে। তাই খোকার মা আনন্দে নাচছে দু হাত তুলে।। খোকার বাবা এনেছে একটি পাকা রুই। সঙ্গে আছে গাছের একদম টাটকা কঁচি পুঁই।। আর আছে ঘরেতে তৈরি দুধের ক্ষির। গ্রামের মানুষ খোকার বাড়ি করেছে আজ ভিড়।। খোকা ইসকুলে যাবে চড়ে লাল গাড়ি। গ্রামের একদম শেষ প্রান্তে ছোট্ট ইসকুল বাড়ি।।রচনাকাল : ১১/৭/২০২১