খোলা চিঠি,,
প্রিয়" অ"
একটা সন্ধ্যা নামুক তোমার নামে ।যে সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে চাঁদের আলোয় কেক কেটে প্রেম নিবেদনে দু'জনে। মিষ্টি হাসির ঠোঁটে যে উষ্ণতা অনাবিল সুখ খোঁজে অনাকাঙ্ক্ষিত মুগ্ধতায় ছড়াবে বলে ঠিক সে সন্ধ্যায় যেন শ্বাস-প্রশ্বাসে নিম্নচাপের পারদে উত্তাল নামে আর তুমি গোলাপে নয় হৃদয় জুড়ে ব্যক্ত চিঠি লিখো আমার নামে। গোমরা মুখে নয় মৃদু হাসিতে যে ভাবে আঁকড়িয়ে বাঁচার স্বপ্ন দেখো গভীর ভাবনা থেকে আর কাঠফাটা রোদ্দুর কিংবা শ্রাবণ ধারায় কঠোর অধ্যাবসায় যে ভাবনায় বাঁচো প্রকৃত জীবন নামে । ঠিক একটা সন্ধ্যা নামুক তোমার নামে যে সন্ধ্যায় স্নিগ্ধ পরশে শিশির বিন্দু ঝরুক তোমার নামে আর তুমি বিমল বিমোহিত হও প্রেমের নামে ।সে সন্ধ্যায় নামুক শ্রাবণ পুষ্পের নামে যেটুকুন শুষ্ক নিরেট হৃদয় থাকুক সেও প্লাবিত হোক অঝোর নামে। অক্ষত থাক দস্তখতে পান্ডুলিপির অবলীলায় আর তুমি লিখো সন্ধ্যার নতুন মানে যা শতাব্দি গরিয়ে ইতিহাস রচে কালজয়ী হয়ে ।এক ডাকযোগে পিয়ন আসুক সেই সন্ধ্যার নামে যে সন্ধ্যায় ছদ্মবেশী পিয়ন থেকো ডাকবক্সের চিঠির প্রেরক নামে ।আর আমি গোপনে ওৎপেতে থাকবো আমার প্রিয়র নামে ।শেষটুকুন সময় আড়ালে থেকো তবু সন্ধ্যা নামুক তোমার নামে দূর থেকেও দেখো তোমার প্রিয়ন্তী যুগান্তরে প্রতীক্ষায় সংগোপনে,ওষ্ঠ কাতরতায় অস্থিরতায় ফিরে তবুও তুমি অরূপে নয়, ছন্দপতনে নয় ,থেক হৃদয় জুড়ে সে ডোরে রেখ বাহুবেষ্টনে। অবাক পৃথিবী নির্লিপ্ত থাকুক তোমার নামে তান ধরুক প্রেমের নামে আর প্রকাশিত থাকুক যুগলবন্দি। অক্ষত নামে রচে যাক অনবদ্য ভাবুক নামে আর একটি সন্ধ্যা নামুক চিরন্তন হয়ে ।
শেষ বচনে তোমার প্রিয়ন্তি।।
রচনাকাল : ৮/৭/২০২১
© কিশলয় এবং রিনা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।