গাঁয়ের ছায়া মাটির পরশ... গাঁ আমার জন্মভূমি মা
আমার গাঁয়ের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
রাঙাপথে দুইধারে তালগাছ সারে সারে
সবুজ ছায়ায় ঘেরা গ্রাম,
অদূরে নদী অজয় কুলু কুলু সদা বয়
বয়ে চলে নদী অবিরাম।
সবুজ গাছের ছায়ে আছে আমাদের গাঁয়ে
মাটির পাঁচিলে ঘেরা ঘর,
গাঁয়ের মানুষজন সবাই মোর আপন
ভালবাসে নহে কেহ পর।
নয়ন দিঘির জল রোদে করে ঝলমল
বধূ সবে নিত্য স্নান করে,
শানবাঁধা ঘাট আছে কেহবা কাপড় কাচে
স্নান সেরে চলে নিজ ঘরে।
নদীর ঘাটে কাছে বড় বটগাছ আছে
পাখিরা মধুর সুরে গায়,
খেয়াঘাটে আছে মাঝি তরী আনে কূলে আজি
সারাদিন মাঝি খেয়া বায়।
দিবা অবসান হলে সূর্য যবে পড়ে ঢলে
অবশেষে গাঁয়ে সন্ধ্যা নামে,
গাঁয়ের মন্দির মাঝে শঙ্খ ঘন্টা ঢাক বাজে
গ্রাম স্বর্গধাম ধরাধামে।
রচনাকাল : ৭/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।