গাঁয়ের ছায়া মাটির পরশ... গাঁ আমার জন্মভূমি মা
আমার গাঁয়ের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের ছায়ায় মাটির কুটির
মাটির পাঁচিলে ঘেরা,
আঙিনায় বাঁধা আছে রাঙীগাই
গরু ও ছাগল ভেড়া।
গাঁয়ে তালদিঘি দুইধারে তার
তালগাছ সারি সারি,
রাঙাপথ ধরে লাল ধূলো উড়ে
চলিছে গরুর গাড়ি।
গাঁয়ে পথ বাঁকে বক ঝাঁকে ঝাঁকে
নদীঘাটে আসে উড়ে।
গাঁয়ের রাখাল নিয়ে গরুপাল
বাজায় বাঁশি মধুর সুরে।
গ্রাম সীমানায় আছে এক নদী
নামটি অজয় তার,
বর্ষাকালে বান উথাল পাথাল
মাঝি করে তরী পার।
এই গ্রামমাঝে সকালে ও সাঁঝে
মন্দিরেতে বাজে ঢাক,
চাঁদ তারা হাসে রাতের আকাশে
শেয়ালেরা দেয় হাঁক।
রচনাকাল : ৬/৭/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।