যাদের জন্যে সেদিন ভারত হয়েছিলো পরাধীন আজও তো সমাজে তারাই মাথা আমরা অর্বাচীন। প্রতিবাদী হলে তকমা মিলবে তোমরা দেশদ্রোহী কৃষক রা আজ রাস্তায় বসে প্রতিবাদী বিদ্রোহী। মীরজাফর রা সক্রিয় আজও ক্ষমতা গদির লোভে দেশের মানুষ মরছে মরুক আধপেটা হয়ে ক্ষোভে। সিরাজ ছিলো,সিরাজ আছে সিরাজ রয়ে যাবে মীরজাফর এর হাতে প্রাণ দিয়ে আবার শহীদ হবে।রচনাকাল : ৪/৭/২০২১
অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন।