কবিতা
শরৎ তুমি এলে।
প্রভাস চন্দ্র পাল।
শরৎ তুমি এলে সোনালী আলোর বন্যা নিয়ে
অন্ধকারকে মুছে দিয়ে বাংলা সাহিত্যের আকাশে
ধ্রুবতারা হয়ে,
উজ্জ্বল প্রভাত তুমিই এনেদিলে-
শরৎ তুমি এলে।
শরৎ তুমি এলে গরীবের ঘরে ,গরীবের ছেলে হয়ে
গরীবের ব্যথা লিখে গেলে তোমার লেখনী দিয়ে
কেবল গরীবের কথা তুমিই বুঝেছিলে
শরৎ তুমি এলে।
শরৎ তুমি এলে নিপীড়িত মানুষের হয়ে,
নালিশ জানালে মানুষের দরবারে,
তাদের অশ্রু তুমিই মুছিয়ে দিলে নিজ হাতে
শরৎ তুমি এলে।
শরৎ তুমি এলে ঘুণধরা সমাজকে ভেঙে দিয়ে
নতুন সমাজ গড়ে দিতে সাধারণ মানুষের তরে,
তোমার ভালোবাসা ওদের মুখে হাসি এনে দিলে
শরৎ তুমি এলে।
শরৎ তুমি এলে মহেশ, সাবিত্রীর কথা ভাবে
তাদের দুঃখের কথা পাঠালে বিশ্বের দ্বারে দ্বারে।
এ সমাজের জন্য অনেক তো কিছু করলে,
কিন্তু তুমি কি পেলে?
তবু, শরৎ তুমি এলে।
রচনাকাল : ২৯/৬/২০২১
© কিশলয় এবং প্রভাস চন্দ্র পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।