মানতে হবে নিয়ম নীতি থাকতে হবে ঘরে, নয় একের বিপদ গিয়ে দশের গায় পরে। যেতে হলেও জন ভীড়েই থাকতে হবে দূরে, তিন ফিটের থাকবে দূরে যেন বজায় জুড়ে। নিয়মিতই সাবান দিয়ে ধুইতে হবে হাত, ভুল করেও ভুল না করো হবে না একসাথ। নিতে হবেই করোনা ডোস ভ্যাকসিনের টিকা, থাকতে হবে নিরাপদেই নিয়মনীতি লিখা। পড়তে হবে মুখে মাস্ক ঘরে বাইরে গেলে , মানতে হবে লক ডাউন বিপদ ফিরে এলে।রচনাকাল : ২৭/৬/২০২১