আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়..
বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (তৃতীয় পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আষাঢ়ের ঘন মেঘ
গর্জন করে ঐ,
বাতায়ন পাশে শুধু
আমি চেয়ে রই।
অঝোর ধারায় জল
ঝরে অবিরাম,
বরষার উত্সবে
জেগে উঠে গ্রাম।
রাঙাপথে জল জমে
জল জমে মাঠে,
খেয়া বায় মাঝি ভাই
অজয়ের ঘাটে।
প্লাবনের ঘোলা জলে
ঢেউ উঠে ফুলে,
নদীমাঝে তরীখানি
চলে হেলেদুলে।
ঝমাঝম বৃষ্টি পড়ে
বায়ু বয় বেগে,
বিজুলি চমকি উঠে
কালিমাখা মেঘে।
আষাঢ়ে বাদল নামে
নদী মাঠ ভরে,
অবিরাম ঝমা ঝম
বারিধারা ঝরে।
ঘন কালো মেঘে আজি
ছেয়েছে গগন,
বৃষ্টি নিয়ে কাব্য লিখে
শ্রীমান লক্ষ্মণ।
রচনাকাল : ২৬/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।