চুয়ান্ন টা বাঁক পেরিয়ে
জীবন নদী বইছে
মোহনায় মিশতে হবে
সময় যেন বলছে।
এমনই এক বাঁকে
হঠাৎ হলো দেখা
আমার প্রথম ভালোবাসা
চলছে একা একা।
মন চাইলো এগিয়ে গিয়ে
হাতটি আবার ধরি
সঙ্গে তাকে নিয়ে
ছোট্ট বেলায় ফিরি।
পড়ছে মনে স্কুলের পথের
সেদিন গুলোর কথা
পড়ছে মনে মিষ্টি মধুর
হারিয়ে যাবার ব্যাথা।
আবছা হওয়া স্মৃতি গুলো
উঠছে আবার ভেসে
ভালো আছিস বললো ডেকে
ভালোবাসা এসে।
কেমন আছিস ভালোবাসা
আজো কি তুই একা
নাড়িয়ে মাথা বললো হেসে
এইতো হলো দেখা।
মনটা ছিলো প্রতীক্ষা তে
মিশবো আবার সাথে
শেষের পথে চলনা হাঁটি
হাত টি রেখে হাতে।
রচনাকাল : ২৫/৬/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।