আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়..
বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী
জল ঝরে জল ঝরে
আষাঢ়ের মাসে,
ঘন নীল আকাশেতে
কাল মেঘ ভাসে।
আষাঢ়ে বাদল নামে
ঝমা ঝম করে,
সারাদিন টুপ টুপ
বারিধারা ঝরে।
কড় কড় রবে মেঘ
ডাকে গুরুগুরু,
নামিল মুষলধারে
বৃষ্টি হল শুরু।
বিজুলি ঝলকি উঠে
কাল মেঘ হতে,
অবিরাম জল ঝরে
জল জমে পথে।
অজয় নদীর ঘাটে
কেহ নাহি আজি,
যাত্রী এক হাঁক ছাড়ে
কোথা গেল মাঝি?
অজয়ের প্লাবনেতে
গাছ ভেসে আসে,
ভেঙে পড়ে বাড়িঘর
নদীজলে ভাসে।
অজয়ের নদীজলে
ঢেউ উঠে ফুলে,
সীমানায় ঝড় বয়
অজয়ের কূলে।
রচনাকাল : ২৫/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।