আষাঢ়ে বাদল নামে...........জল ঝরে অঝোর ধারায়..
বৃষ্টির দিনে মিষ্টি কবিতা (প্রথম পর্ব)
কলমে - কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আষাঢ়ে বাদল নামে
অঝোর ধারায়,
বরষার জল ঝরে
বহে আঙিনায়।
পথে ঘাটে জল জমে
হয়েছে পিছল,
ঘোলাজলে ভেকদল
করে কোলাহল।
ছাতা হতে মতিলাল
কাদাজলে হাঁটে,
ভিজে ভিজে হাটুরেরা
চলে নদীঘাটে।
ঘন ঘন ডাক ছাড়ে
খেয়াঘাটে মাঝি,
তরীখানি কিনারায়
নিয়ে আসে আজি।
অজয়ের প্লাবনেতে
ভাঙে বাড়িঘর,
আষাঢ়ের বারিধারা
ঝরে ঝরঝর।
মেঘ ডাকে কড়কড়,
হাসে সৌদামিনী,
ফুটেছে কদম্ব আর
কেতকী, কামিনী।
বরষায় হরষিত
সকলের প্রাণ,
বৃষ্টি নিয়ে কাব্য লিখে
লক্ষ্মণ শ্রীমান।
রচনাকাল : ২৪/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।