অজয় নদীর ঘাটে... সূর্য বসে পাটে।
অজয় নদীর কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
এ গাঁয়ের ছোটনদী
নামটি অজয়,
অজয়ের জলধারা
অবিরাম বয়।
দুইকূলে ছোট গ্রাম
সবুজ ছায়ায়,
অজয় আপন বেগে
বয়ে চলে যায়।
দুই ধারে হেরি শাল
পিয়ালের বন,
তরুশাখে পাখি ডাকে
ভরে ওঠে মন।
বালুচরে শালিকেরা
আসে ঝাঁকেঝাঁকে,
দুইকূলে কাশবন
অজয়ের বাঁকে।
আম কাঁঠালের বনে
গলি পথ বেয়ে,
নদীঘাটে জল নিতে
আসে যত মেয়ে।
নদীচরে পড়ে বেলা
সূর্য্যি বসে পাটে,
সাঁঝের আঁধার নামে
অজয়ের ঘাটে।
চাঁদ উঠে তারা ফুটে
আকাশের গায়,
নদীজল ঝিলিমিলি
করে জোছনায়।
রাতি কাটে আসে ভোর
সুপ্রভাত হয়,
কুলু কুলু রবে সদা
বহিছে অজয়।
রচনাকাল : ২৩/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।