জীবন দিয়েছে অনেক কেরেও নিয়েছে কিছু তবুও হয় নি চলার থামা আশার পিছু পিছু। হতাশার পথ পেরিয়ে দেখেছি সাফল্য আছে দাঁড়িয়ে সুখ সাগরে ভাসিয়েছি গা দুঃখের পথ মাড়িয়ে। হারের গণ্ডি পেরিয়ে পেয়েছি জীবনে জেতার স্বাদ আশার আলো কাটিয়ে দিয়েছে নিরাশার অবসাদ। কান্না হেরেছে হাসির কাছে ভালোর কাছে মন্দ চাওয়া পাওয়ার হিসাব কষে তাই করিনা দন্ধ। জীবন টা হলো নদীর মতো জোয়ার ভাটা থাকবে যতই কালো হোক না আঁধার আলোর স্পর্শে কাটবে।রচনাকাল : ১৯/৬/২০২১
অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন।