চলছিল তো রাজের খেলা তুমি ,আমি বুঝিই বা কি? রাজায় রাজায় যুদ্ধ এসব সাধারনের সাধ্য বা কি, তাঁরা থাকেন, আপন মনে পুতুল নিয়েই দাবার চাল কোন রাজা যে হবেআটক সেই নিয়ে ভাবনা সব, কি দরকার এসব ভেবে ঐ সবই তো রাজার ছক্, এসো না ভাই সবাই মিলে খুঁজে নিই মোদের পথ |রচনাকাল : ১৩/৬/২০২১
শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন। তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে। লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ ।