আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা।
গাঁ আমার মাটি আমার (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটিতে আছে
সবুজের ছায়া,
গাঁয়ে আছে স্বর্গসুখ
মমতা ও মায়া।
পূরবে সোনার রবি
উদিত যখন,
সকালের সোনা রোদে
ভরে উঠে মন।
ছোট গাঁয়ে ছোট ঘর
মাটির উঠান,
রাঙাপথে গাছে গাছে
পাখিদের গান।
গাঁয়ের পথের বাঁকে
বটগাছে আছে,
গাঁয়ের সীমানা ছাড়ি
নদীঘাট কাছে।
গাঁয়ে আছে ছোট দিঘি
কালো তার জল,
মরালেরা সারাদিন
করে কোলাহল।
বধূরা কলসী কাঁখে
জল নিয়ে যায়,
আঁকা বাঁকা গলিপথে
তরুর ছায়ায়।
গাঁয়ে আছে ছোট নদী
নামটি অজয়,
কুলু কুলু অবিরাম
জলধারা বয়।
নদীতটে আছে এক
চায়ের দোকান,
দূর হতে আসে ভেসে
বাউলের গান।
মা মাটির ভালবাসা
কোথা গেলে পাই?
জন্মভূমি মাটি মাকে
প্রণাম জানাই।
রচনাকাল : ৯/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।