আজ বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতি ও পরিবেশ দূষণ থেকে বাঁচাতেই দিবসটির উদ্ভব। নানা কারণেই বিশ্ব পরিবেশ আজ ভালো নেই। কোভিড পরিস্থিতিতেও প্রাকৃতিক দুর্যোগ যেন আমাদের পিছু ছাড়ছে না।
এ ছাড়া দিবসটিতে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের মাধ্যমে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা ও সড়কে ব্যানার, ফেস্টুন স্থাপন করে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করে মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
একটি গাছ একটি প্রাণ
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
একটি গাছ একটি প্রাণ
শোন রে মানুষ ভাই,
পৃথিবীকে বাঁচাতে হলে,
গাছ লাগানো চাই।
গাছ লাগালে বর্ষা হবে,
ফলবে সোনার ফসল,
গাছ কাটলেই প্রতি ধাপে
জীবন হবে অচল।
গাছের ছায়ায় সুশীতল হয়
আর শান্ত পরিবেশ।
গাছ লাগালে বাঁচবে জীবন
নইলে জীবন শেষ।
গাছের শিকড় আঁকড়ে ধরে,
রোধ করে মাটির ক্ষয়।
সবাই শোন গাছ কেটো না
পৃথিবী হবে লয়।
জীবনের প্রতি নিঃশ্বাসে
আছে গাছের মহান দান।
এসো আমরা সবাই বলি
একটি গাছ একটি প্রাণ।
রচনাকাল : ৫/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।