আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা।
গাঁ আমার মাটি আমার (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আমার গাঁয়ের মাটি সুখের ঠিকানা,
গাঁয়ে আছে স্বর্গসুখ আছে মোর জানা।
সকলেই মিলেমিশে সাথে করি বাস,
গাঁয়ের চাষীরা করে মাঠে মাঠে চাষ।
কামার, কুমোর, তাঁতি সবাই আপন,
সকালে সকলে রোজ কাজে দেয় মন।
সকলেই মিলেমিশে থাকে এই গাঁয়ে,
ছোট ছোট বাড়ি ঘর সবুজের ছায়ে।
কামার ভায়েরা মোর কামার শালায়,
গরম লোহার গায়ে হাতুড়ি চালায়।
কুমোরেরা মাটি দিয়ে গড়ে নিজ হাতে,
মাটির কলসী হাঁড়ি নিয়ে যায় হাটে।
তাঁতিভাই তাঁতঘরে বুনে ধুতি শাড়ি,
এই গাঁয়ে ছোট ঘর ছোট ছোট বাড়ি।
স্নেহের পরশ পাই গাঁয়ের মাটিতে,
মিলেমিশে সকলেই থাকি একসাথে।
রচনাকাল : ৩/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।