আমার এ গাঁয়ের মাটি সুখের ঠিকানা।
গাঁ আমার মাটি আমার (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আছে আমবন কাঁঠালের গাছ,
গাছে গাছে পাখিসব করে কত নাচ।
সুপারি খেজুর তাল পথের দুধারে,
রাঙাপথে গরুগাড়ি চলে সারে সারে।
নয়ন দিঘির জলে রাজহাঁস ভাসে,
রাঙাপথে বধূসব জল নিতে আসে।
দূরে কোথা বাজে বাঁশি রাখালিয়া সুরে,
সেইসুর মিলে যায় দূর হতে বহু দূরে।
অজয়ের নদীঘাটে পড়ে আসে বেলা,
সাঙ্গ হয় অবশেষে দিবসের খেলা।
দিনশেষে সন্ধ্যা আসে নামলো আঁধার,
জোনাকিরা আলো দেয় গাঁয়ে চারিধার।
রাত কাটে ভোর হয় পাখি গান গায়,
পাখিদের কলরব তরুর ছায়ায়।
রচনাকাল : ২/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।