আসছে ছুটে ইয়াস ঝড়.... ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাইক্লোন
বাংলা বিহার উড়িষ্যার ত্রাস ঘুর্ণিঝড় আসছে
প্রাকৃতিক দুর্যোগের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
ওই এলো রে ইয়াস ঝড়
সাইক্লোন ঘুর্নিঝড়।
ঝড় তুফানে তাণ্ডব নর্তনে
গাছ ভাঙে মড়মড়।
আকাশ কালো মেঘ সেজেছে
গুরুগুরু ডাক ছাড়ে,
আসিছে ঝঞ্ঝা প্রলয় নাচন
অজয় নদীর পাড়ে।
বিজুলি ধারা অশনি হারা
জ্বলিছে মেঘের কোলে,
আঙিনা পরে বাদল ঝরে
যায় ভরে ঘোলা জলে।
দমকা ঝড়ে পাখির নীড়ে
ছানাগুলো অসহায়,
পাখিরা সব আজি নীরব
বৃষ্টিজলে ভিজে যায়।
সর্বনাশা ঐ ইয়াস ঝড়ে
ভাঙছে মাটির ঘর,
ঝড় উঠেছে বাদল ঝরে
এলো ঝঞ্ঝা ভয়ঙ্কর।
রচনাকাল : ১/৬/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।