আবেগের ঢেউ সত্যি মিলায়
সময়ের সাথে সাথে
আবেগ না হয়ে যদি হয় খাঁটি
রয়ে যাবে হৃদয়েতে।
আজকের আমি কালকেও রব
যেমন দেখছো আমায়
সময়ের স্রোত যন্ত্রণা হয়ে
হৃদয়ে তে থেকে যায়।
মন কে বোঝাই তবু সে মানেনা
ছুটে যায় বারে বারে
বাস্তবতার আঘাত খেয়ে
ক্লান্ত হয়ে ফেরে।
আর কতো মন রক্ত ঝরাবি
বার বার গিয়ে আঁধারে হারাবি
সে যদি কখনো নাই আসে ফিরে
কেন ফের তুই ওপথ মাড়াবি?
বোঝাতে পারি না অবুঝ মন কে
আশা নিয়ে বসে থাকে
কল্পনাতে সপ্নের দেশে
ক্যানভাসে ছবি আঁকে।
Atanu Basak
রচনাকাল : ৩১/৫/২০২১
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।