আসছে ছুটে ইয়াস ঝড়.... ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাইক্লোন
বাংলা বিহার উড়িষ্যার ত্রাস ঘুর্ণিঝড় আসছে
প্রাকৃতিক দুর্যোগের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আসিছে ধেয়ে ইয়াস ঝঞ্ঝা
আসিছে দুরন্ত ঝড়,
ঝড়ের গতি প্রবল অতি
গাছ ভাঙে মড় মড়।
ইয়াস ঝঞ্ঝা আসিছে ধেয়ে
প্রবল বেগেতে ধায়,
আঁধার কালো মেঘের থেকে
সৌদামিনী চমকায়।
দারুণ ঝড়ে তরুর শাখা
লুটিয়া পড়িছে তলে,
প্রবল বেগে ফুঁসিছে নদী
নাচিছে প্লাবন জলে।
গাঁয়ের পথে উড়িছে ধূলা
উড়িছে পাখির বাসা,
প্রভাতে আজি নামিল বৃষ্টি
ঝড় বহে সর্বনাশা।
অজয় নদী আপন বেগে
সাগরের পানে ধায়,
প্লাবন জলে ভাসিছে ঘর
প্রাণে বাঁচা হল দায়।
রচনাকাল : ৩০/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।