আসছে ছুটে ইয়াস ঝড়.... ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাইক্লোন
বাংলা বিহার উড়িষ্যার ত্রাস ঘুর্ণিঝড় আসছে
প্রাকৃতিক দুর্যোগের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
ওই এলো ভাই দমকা হাওয়া
ঘুর্ণিঝড় ভয়ংকর,
প্রলয় নাচন ঐ ঝড় তুফানে
উড়ে যাবে বাড়িঘর।
আকাশের কালো আঁধার গগনে
বিজুলি চমকি উঠে,
আসিছে যে ওই ইয়াস ঝঞ্ঝা
গাছ ভূমে পড়ি লুটে।
বাদল নামিল অঝোর ধারায়
মেঘ ডাকে গুরু গুরু,
অশনি ভরা বিদ্যুত মেঘে
প্রলয় নাচন শুরু।
ঝঞ্ঝা বাতাসে হেরি রুদ্ধশ্বাসে
নাচিছে প্রকৃতি আজি,
অজয় নদীতে জোয়ার এসেছে
কোথা গেল খেয়া মাঝি।
আকাশের পারে পূবের কোণে
মুখ লুকায়েছে রবি,
সাইক্লোন আর বাদল ধারায়
ফুটিছে অস্পষ্ট ছবি।
রচনাকাল : ২৯/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।