গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ
মা মাটি ভালবাসা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটিতে আছে সবুজের সমারোহ
রাঙাপথে তরুর শাখায়,
সবুজ তরুর শাখে কিচিমিচি পাখি ডাকে
প্রভাত পাখিরা গান গায়।
গাঁয়ে ছোট ছোট ঘর দূরে অজয়ের চর
রাঙাপথে গরুগাড়ি চলে,
পূবেতে উঠিল রবি মনে হয় লাল ছবি
ভাসে যেন অজয়ের জলে।
যাত্রীদল বোঝা নিয়ে চলে নদীপথ দিয়ে
হাঁটুজলে পার হয়ে যায়,
এইপারে আমবন আরপারে তালবন
ছোট ঘর তরুর ছায়ায়।
বটের ছায়ায় বসি রাখাল বাজায় বাঁশি
ভেসে আসে রাখালিয়া সুর,
বাঁশির সুরের ধ্বনি আমি কান পেতে শুনি
ভাসে সেই সুর বহু দূর।
দিন শেষে সন্ধ্যা নামে আমাদের এই গ্রামে
বেজে উঠে শঙ্খ ও কাঁসর,
সাঁঝের সানাই বাজে বাগদি পাড়ার মাঝে
জমে উঠে যাত্রার আসর।
রচনাকাল : ২৬/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।