গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ
মা মাটি ভালবাসা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গায়ের মাটিতে স্নেহের পরশ
আর আছে ভালবাসা,
এ গাঁয়ের মাটি স্বর্গ যে আমার
জাগে নব নব আশা।
মাটির বুকেতে লাঙল চালায়
আমার গাঁয়ের চাষী,
সোনার ফসল ফলে মাঠে মাঠে
সোনাধান রাশি রাশি।
রাঙাপথ বাঁকে বক ঝাঁকে ঝাঁকে
পাখা মেলে আসে উড়ে,
তরুর ছায়ায় রাখাল বাজায়
বাঁশি রাখালিয়া সুরে।
এ গাঁয়ের পাশে সদা বয়ে চলে
অজয় আপন বেগে,
সুদূর গগনে উড়ে আনমনে
শঙ্খচিল রাঙা মেঘে।
গাঁয়ের মানুষ পর কেহ নয়
সবাই আপন জন,
তাদের সুখেতে সদা উঠি মেতে
দুঃখে কাঁদে মোর মন।
গাঁয়ের মাটিতে সুখের আবাস
আছে শান্তি আর সুখ,
মা মাটি মানুষ সবাই আপন
গর্বে ভরে উঠে বুক।
রচনাকাল : ২৪/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।