গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ
মা মাটি ভালবাসা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আমাদের ছোট গাঁয়ে সবুজ তরুর ছায়ে
ছোট ছোট মাটির কুটির,
রাঙাপথে লাল ধুলো পথের কুকুরগুলো
ডাক ছাড়ে করে কত ভিড়।
কাজলা দিঘির জলে মরাল মরালী চলে
কচুরি পানায় গেছে ভরে,
শালিকেরা দলে দলে সারাদিন বসে খেলে
দূরে ওই অজয়ের চরে।
পানকৌড়ি আসে রোজ নিয়ে যায় কত খোঁজ
ঘোলাজলে ডুব দিয়ে যায়,
পূবদিকে রবি হাসে গাঁয়ের বধূরা আসে
জল নিয়ে দ্রুতপদে ধায়।
সন্ধ্যা নেমে আসে যবে পাখিদের কলরবে
ভরে ওঠে অজয়ের চর,
তরুশাখে রং লাগে হৃদয়ে পুলক জাগে
জল নিয়ে বধূ যায় ঘর।
সাঁঝের আঁধার নামে আমাদের এই গ্রামে
ঝোপঝাড়ে জোনাকিরা জ্বলে,
জন্মভূমি এই গ্রাম সুখের স্বর্গ সমান
বিশাল এই ধরণীর কোলে।
রচনাকাল : ২৩/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।