বলার ভাষণ মাটির ময়লা যেন মনে হয়
মাঝে মাঝে ভাবি চৈত্রের খরা কেউ নেই মাঠে,
বিশ্বাসী মন টাকার মতোই ভীষণ অভাব
সত্য কথাটা জীবন্ত এক পুস্তক পাঠে।
দুর্বল যেন সস্তা পানিতে যেন কোলা ব্যাঙ
একদল ছেলে স্বাধীন মনেই মারে ঢিলা চাক,
নিজের ভেতরে দেখছে সচ্ছ ঝকঝকে টিভি
পরের সুযোগে লাথি চড় আর খেলে ফুটবল।।
বিশ্বাস যেন ডুবে গেছে তলা মাটির তলায়
সত্যের গায়ে ভীষণই জ্বর কোনো কথা নেই,
বিবেক সত্যি হারিয়ে যাওয়া যেনো অচেতন
চুপচাপ দেখি মানুষ কেমন মানুষটা সেই।
রচনাকাল : ২৩/৫/২০২১
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।