গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ
মা মাটি ভালবাসা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
এই গাঁয়ে আছে সবুজের ছায়া
স্বপ্নের সবুজ মাটি,
মাটিতে ফলে সোনার ফসল
এ মাটি বিশুদ্ধ খাঁটি।
গাঁয়ের রাখাল নিয়ে গরুপাল
বাজায় বাঁশের বাঁশি,
সবুজ মাটিতে ফসল ফলায়
আমার গাঁয়ের চাষী।
এ গাঁয়ে আছে ছোট এক দিঘি
ঘোলা আর কালো জল,
মরাল মরালী সারাদিন খেলে
করে কত কোলাহল।
গাঁয়ের পথে শুনি তরুশাখে
প্রভাত পাখির গান,
অজয়ের ঘাটে ক্রমে বেলা কাটে
দিবসের অবসান।
সাঁঝের আঁধার নামিল হেথায়
নির্জন নদীর ঘাটে
চাঁদ তারা হাসে আকাশের গায়ে
ভোর হয় রাতি কাটে।
রচনাকাল : ১৯/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।