গাঁয়ের মাটি সবুজ খাঁটি আছে স্নেহের পরশ
মা মাটি ভালবাসা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটি সবুজ খাঁটি
আছে স্নেহের পরশ,
মাটির গানে আছে যে জাদু
পরাণ করে অবশ।
এই মাটিতে লাঙল চালায়
ফলায় সোনার ধান,
এই মাটিতে আমরা পাই
সবুজ মাটির ঘ্রাণ।
রাঙাপথের গাছের সারি
সবুজ তরুর শাখে,
সকাল হলে মধুর সুরে
দোয়েল কোকিল ডাকে।
গাঁয়ের পাশে অজয় নদী
বয়ে চলে অবিরাম,
আপন বেগে বইছে নদী
দুই পারে দুই গ্রাম।
গাঁয়ের মাটি স্বর্গ আমার
আমার গাঁয়ের মাটি,
মাটির গাঁয়ে গাছের ছায়ে
বেঁধেছি সুখের ঘাঁটি।
রচনাকাল : ১৮/৫/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।