ঈশানকোণে জমে আছে মেঘের সারি
সিন্ধুর শীতলজলে ভাঙিলো বিষের হাড়ী
বুকে নেই কোন উত্তাল তরঙ্গমালা
থেমেও নেই তার তীর ভাঙ্গার খেলা।
নিকষকালো আঁধার ডেকেছে বাণ
চাঁদের আলোও হলো ম্লান
সমেত সকালের সূর্যোদয়ের পথ
তবে কি অবরুদ্ধ
দীর্ঘ রাত্রির কাছে
অশনিসংকেতে ধরণী কাঁপে কোন সর্বনাশে?
বিলাসবহুল প্রাসাদের দেয়াল
নিয়ন আলোর নগর
সবুজের সজীবতার চাদরে মুড়ানো
গাঁয়ের মেঠুপথ প্রান্তর জুড়ে
ওতপেতে আছে জমদূতের থাবা।
কার্পেট বিছানো পথে মান্দালবৃক্ষের ছাল
এত এত কাঁটা পরিচিত পথের দৈর্ঘ্য এত বড়
চুম্বকের মতো আকর্ষণ করে চোরাবালির গভীরে
তমাল ছাঁয়ার মতো নেমে আসে শোকের মাতম ।
দেশ গোত্র ধর্ম বর্ণের সাথে একই রূপ একই বেশ
বৃত্তের ভেতর বিচ্ছেদের গল্পের পরিধি এত বড়?
কবরে শায়িত আর শ্মশানের চিতায় দহিত
আর কত পরিচিত লাশের শেষকৃত্য হবে
বেওয়ারিশের মতো?
মসজিদ মন্দির গীর্জা প্যাগোডায় এত এত প্রার্থনা
শুধু বেঁচে থাকার কামনায়,
জীবন এতস্নিগ্ধ এতদাম এতমূল্য
অথচো তাকে-ই চিনিনা
যিনি করেছেন এজীবন দান!!
রচনাকাল : ১৮/৫/২০২১
© কিশলয় এবং মামুন মাসুম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।