কাল্পনিক
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : শিখা চট্টোপাধ্যায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , মার্চ
প্রকাশিত ৩৫ টি লেখনী ৪২ টি দেশ ব্যাপী ২১৯৫০ জন পড়েছেন।
কাল্পনিক|

ডায়রী নিয়ে বসেছে কমলিকা | মাঝে মাঝেই লেখে রোজ লেখেনা | চারিদিকে অতিমারীর  খবরে মনটা খারাপ | দুঃসংবাদ আর নিতে পারছেনা | একটু লিখতে চায় মনের কথা | মাথাটা একটু ধরেছে | একটু ঘুম ঘুম ভাব শরীরে |তাও ডায়রীর পাতা খুললে আনন্দ পায় |কাল ভ্যাকসিন লাইন থেকে ফিরেছে বিফল হয়ে |যদিও ৪৫ পেরিয়েছে ওর |কলম চালাচ্ছে , কিন্তু একি ! সব গুলিয়ে যাচ্ছে |লিখছে "১৯ বছর বয়সে দেখছি এ মৃত্যুপুরী | আমাদেরই ভয় বেশী |বাড়ীতে মাকে কর্পুর শুঁকিয়ে এলাম , সাহায্যের সন্ধানে | ভাই চলে গেছে চিরকালের মত |মা জানেনা |পা দুটো বড়ই  দুর্বল আমার | দূরে কিসের আওয়াজ যেন |আমার ডেট্রয়েট শহরটা কত অন্যরকম আজ |"
হঠাৎ কিরকম কষ্টের আওয়াজ বেরিয়ে এল, কমলিকার মুখে |ডায়রির পাতায় তাকাল |কলমটা পাশে পড়ে |"কি লিখেছি আমি ?"নিজেই দেখে অবাক | স্বপ্ন নাকি ?দীর্ঘশ্বাস পড়ছে | উঠে ক্লান্ত পায়ে  শ্বাশুড়ির কাছে গেল |শ্বাশুড়ি সরমা দেখে বললেন , "এটা তো তোমার হাতের লেখাই নয় |কার লেখা ? "বলল "আমিই তো লিখছিলাম |আর কিছু মনে নেই |"
      একটি অজানা আতঙ্কের ঠান্ডা শ্রোত তখন কমলিকার শরীরে |
লেখার  ঘটনা তো সেই উনিশশো  আঠারোর  স্প্যানিশ ফ্লু এর । তবে আমার  কলমের  ডগায় কে?  সারা শরীরে  শিহরণ  কমলিকার ।


রচনাকাল : ১৬/৫/২০২১
© কিশলয় এবং শিখা চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 1  Germany : 2  India : 145  Ireland : 2  Malaysia : 1  Russian Federat : 13  Saudi Arabia : 2  Sweden : 1  Ukraine : 2  
United States : 173  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 1  Germany : 2  India : 145  
Ireland : 2  Malaysia : 1  Russian Federat : 13  Saudi Arabia : 2  
Sweden : 1  Ukraine : 2  United States : 173  
লেখিকা পরিচিতি -
                          শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন।

তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন।

তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে।

লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ । 
                          
© কিশলয় এবং শিখা চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কাল্পনিক by Sikha Chattopadhyay is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৫৪০৫৫৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী