সেই ছোটবেলা থেকে যখন বুঝতে শিখেছি তোমার পেয়েছি প্রথম দেখা "সহজ পাঠ" এ
নবীন তুমি নিজ চিত্ত এর ভয় শূন্য করে শির উচ্চ করতে শিখিয়েছ তুমি,
তুমি গীতাঞ্জলির সাথে শিখিয়েছ মোদের সুর তাল লয়,
শিখিয়েছ রাখি বন্ধন, ঐক্যতান
বিশ্ব কবি হয়ে হৃদয়ে দিয়েছ ডাক একলা চলার,
শান্তির বাণী ছড়িয়েছ তুমি অসংখ্য গান বুনে,
তুমি এক শিখর, যার সাহিত্য রচনার পথ দিয়ে উচুঁতে চলেছি পেয়েছি নতুন আলোর দিশা,
শান্তিনিকেতন এ গিয়ে তোমায় মনে পড়ে
তুমি স্থান নিয়েছ দেবতার মত হৃদয় মন্দিরে,
জাতির স্তোত্র তুমি রচনা করেছ,
দিয়েছো সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার,
করেছো ধন্য পুরো বিশ্ববাসীকে তোমার কলমে
তোমার দেখা যেন যুগ যুগ ধরে মানব পায়।
তুমি লোহ মোর বিনম্র প্রণাম ।।
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং মলয় বর্ধন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।