কবি তোমায় নিয়ে লিখতে বসেছি।
কি লিখবো কিছু খুঁজে নাহি পাই।
তোমায় নিয়ে লেখা আমার সাধ্য নাই।
তুমি অসামান্য।
তুমি বিরাজ কর প্রতিটি বাঙালির মনে।
তুমি আছো নববর্ষের প্রথম দিনে।
তুমি আছো আমাদের জাতীয় সঙ্গীতে।
তুমি আছো আমাদের নৃত্যে।
তুমি আছো আমাদের কাব্যে।
তুমি আছো প্রেমে।
তুমি আছো বিরহে।
তুমি আছো গ্রীষ্মের তপ্ত দুপুরে।
তুমি আছো বর্ষায়।
তুমি "নাইট উপাধি" ত্যাগ করেছিলে ভারতবাসীর জন্য।
গীতাঞ্জলি লিখে তুমি পেলে নোবেল পুরস্কার।
রাখি বন্ধন উৎসব করলে
জাতি ধর্ম নির্বিশেষে।
কবি তুমি শুধু বাঙালীদের মনেই নয়,
তুমি বিরাজ কর সারা বিশ্বে।
তোমায় নিয়ে যা লিখি,
তা অতি সামান্য।
হে বিশ্বকবি তোমার জন্মদিনে
জানাই আমার শতকোটি প্রণাম।
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং তনুশ্রী দে পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।