ও ছেলে তুই হাঁটবি আমার সাথে সুবর্ণরেখায় ?
চল না গিয়ে ঘর বাঁধি বিভুতীবাবুর ঘাটশিলায় ।
ও ছেলে তুই সঙ্গী হবি পুরুলিয়ার পাহাড় দেখার ?
ছুট্টে যাব পলাশ বনে, মাতাল হব পড়ব প্রেমে মহুয়ার !
এই ছেলে শুনছিস, পা ডোবাবি আমার সাথে বরন্তী লেকে ,
সূর্যাস্ত দেখে ফিরব দুজন পাহাড়
জুড়ে গাইবো সুরে । হারিয়ে যাব মুখোশ পরে ছৌ এর দেশে ।
ও ছেলে তুই হাড়িয়া খাবি আমার পাশে বসে ?
দুজন মিলে কোমর ধরে নাচবো শেষে সাঁওতালি- দের বেশে।
মাথায় দিব ভাঁট ফুলের মালা, হাতে দেবো পলাশ , কাঁখে নেবো লাল মাটির ঘড়া ।
ও ছেলে দেখবি ? আমার শ্যামলা রঙের
খোলা পিঠ , কাজল টানা চোখ , নাকে দেবো
রাঙা মাটির নোলক । লিখবি নতুন গান,
জ্যোস্নামাখা ভোরের বেলায় বাঁশীতে তুলিস ভৈরবীর তান ।
এই ছেলে, তুই প্রেমিক হবি আমার ?
মাদল কোলে নাচবি ঘিরে , পরব দিনে সোহাগ
দিবি নিবি আমায় জিতে। চুমু দিবি বুকের ভাঁজে
টিপ পরাবি ভ্রুরুর মাঝে ।
ও ছেলে চলনা আমার সাথে লাল পাহাড়ী পথে ছড়িয়ে দিই ভালবাসার বর্ণমালা।
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং মৌসুমি ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।