সেদিন ভোরে প্রভাত ফেরি "খোল দ্বার খোল",
আমার মনের অন্ধকারের জাগিয়ে দিল বোল !
তোমার আমার মনের মিলন সেইদিনই তো শুরু !
মা চেনালেন তুমি হলে মোদের কবিগুরু !
তারপরেতে সহজ পাঠ আর জাতীয় সঙ্গীত
ইস্কুলেতে, তোমার নামের উঠল গড়ে ভিত।
পাঠ্যবইয়ের বাইরেও যে তোমার কত কথা !
জন্মদিনের উপহারে পেলাম "সঞ্চয়িতা" !
অল্প সল্প আবৃত্তি করতে যখন পারি,
মা শেখালেন মায়ের সাথে খোকার "লুকোচুরি"
তারপরেও তো নাটক হল, "অমল ও দৈ ওয়ালা"
একটা করে গল্প পড়ি "তাসের দেশ","কাবুলি ওয়ালা"
একটুও তো একঘেঁয়ে নয়, তোমার গানের সুর,
সেসব শুনলে আপনা থেকেই মন হয় মশগুল !
"ঘরে বাইরে","নৌকাডুবি" আরও যা যা বুঝি,
সব কিছুতেই একটু আধটু আমিও মিশে গেছি।
যেটাই পড়ি, যেটাই শুনি, সেটাই এত ভালো,
আমার মনে দুঃখ গুলো সবই ভুলিয়ে দিলো।
"রক্তকরবী" আমার মনের ভীষন গভীরে থাকে,
বন্য আর মিতাও আমায় আগলে আগলে রাখে।
নাই বা হলাম তোমার সময়ে, তোমার প্রিয়ম্বরা,
আমার জীবনে তোমাকেই আমি করেছি গো ধ্রুবতারা !
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং অস্মিতা ভাদুরী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।