জীবনের ধ্রুবতারা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অস্মিতা ভাদুরী
দেশ : India , শহর : Konnagar

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৪ টি লেখনী ৩৩ টি দেশ ব্যাপী ৮৫৮১ জন পড়েছেন।
সেদিন ভোরে প্রভাত ফেরি "খোল দ্বার খোল",
আমার মনের অন্ধকারের জাগিয়ে দিল বোল !
তোমার আমার মনের মিলন সেইদিনই তো শুরু !
মা চেনালেন তুমি হলে মোদের কবিগুরু !
তারপরেতে সহজ পাঠ আর জাতীয় সঙ্গীত
ইস্কুলেতে, তোমার নামের  উঠল গড়ে ভিত।
পাঠ্যবইয়ের বাইরেও যে তোমার কত কথা !
জন্মদিনের উপহারে পেলাম "সঞ্চয়িতা" !
অল্প সল্প আবৃত্তি করতে যখন পারি,
মা শেখালেন মায়ের সাথে খোকার "লুকোচুরি"
তারপরেও তো নাটক হল, "অমল ও দৈ ওয়ালা"
একটা করে গল্প পড়ি "তাসের দেশ","কাবুলি ওয়ালা"
একটুও তো একঘেঁয়ে নয়, তোমার গানের সুর,
সেসব শুনলে আপনা থেকেই মন হয় মশগুল !
"ঘরে বাইরে","নৌকাডুবি" আরও যা যা বুঝি,
সব কিছুতেই একটু আধটু আমিও মিশে গেছি।
যেটাই পড়ি, যেটাই শুনি, সেটাই এত ভালো,
আমার মনে দুঃখ গুলো সবই ভুলিয়ে দিলো।
"রক্তকরবী" আমার মনের ভীষন গভীরে থাকে,
বন্য আর মিতাও আমায় আগলে আগলে রাখে।
নাই বা হলাম তোমার সময়ে, তোমার প্রিয়ম্বরা,
আমার জীবনে তোমাকেই আমি করেছি গো ধ্রুবতারা !
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং অস্মিতা ভাদুরী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 1  Europe : 1  Germany : 3  India : 65  Saudi Arabia : 8  Ukraine : 1  United Kingdom : 2  United States : 69  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 1  Europe : 1  Germany : 3  
India : 65  Saudi Arabia : 8  Ukraine : 1  United Kingdom : 2  
United States : 69  
কবি পরিচিতি -
                          ১৯৯১ সালের ১১ই জানুয়ারি হাওড়া জেলার অখ্যাত গ্রাম হিরাপুরে জন্মগ্রহণ করেন অস্মিতা। বর্তমানে কোন্নগরবাসী এই লেখিকার, ছোট থেকেই লেখা লিখির প্রতি ঝোঁক ছিল। মূলত মা কে দেখেই অনুপ্রেরণা পান লেখিকা। পেশায় শিক্ষিকা হলেও শখ বলতে নিজের ছোট্ট বাগানের ও পোষ্যদের পরিচর্যার পাশাপাশি গান শুনতে ভীষন ভালোবাসেন। বেড়ানো, ছবিতোলা, নাচের কোরিওগ্রাফ করা শখের মধ্যেই পড়ে। কলম যেহেতু তলোয়ারের চেয়েও  শক্তিশালী, তাই নিজের বলতে না পারা সব কিছুর প্রতিবাদ লেখা দিয়েই করেন। 

ভালো থাকায় ও ভালো রাখায় বিশ্বাসী হয়ে, পরিচিত অক্ষর ও শব্দ দিয়েই , নতুন গল্পমালার সৃষ্টি করেন ! 
                          
© কিশলয় এবং অস্মিতা ভাদুরী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জীবনের ধ্রুবতারা by Asmita Bhadury is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৮৪৩৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী