"বিশ্ব সাথে যোগে যেথায় বিহার
সেইখানে যোগ তোমার সাথে আমার... "
মাতৃদিবস তো একদিন নয়.. প্রতিদিন যারা কঠোর পরিশ্রম করছে... না আমাদের মত শুধু চাকরি করা মা নয় .......... মাঝে মাঝে চোখে জল আসে.... যখন দেখি অভাবের তাড়নায় মা তার দুধের শিশু কে নিয়ে রাস্তায় কাঠফাটা গরম উপেক্ষা করে ঘাম ঝরাচ্ছে.... না ওরা জাতে ওঠা মা নয়... আমরা জাত গরিমার মা রা ভাবতে পারিনা..... ওরা সেই মা.... পুরুষদের সাথে নয় তার থেকে বেশী পরিশ্রমী..
ওদের রোজ নামচা জানতে পাশের ছিটে বসা এক মা.....পাশে বসতে ইতস্তত করছিল কারণ ওর গায়ে ঘাম আর মায়ের গন্ধ ...মিস্টি হেসে বসল...ক্লান্ত ...ঘুমিয়ে পড়ল...তখন আমার মায়ের কথা মনে পড়ল যে সারাদিন স্কুল করে বাড়ির সবার সবকিছু একা হাতে সামলিয়ে..এমনকি দিদি হওয়ার আনন্দে রাতও জাগছে......ওই অবস্থাতে নিজে হাতে রান্না.... সব কিছু সামলিয়ে ঠিক এমন ভাবে ঘুমাত-----------–-ঘুম ভাঙতে জানতে চাইলাম কখন ওঠো...দিদি ৩ টেয় উঠি..বাচচাদের জন্য রান্না করে ৫টার টার ট্রেন ধরে এই তাপপ্রবাহে ওরা মাঠের কাজ..রাস্তায় পিচের কাজ .....একা নয় কার কার সঙেগ কোলের শিশু ও থাকে..একদিন চোখে জল চলে এসেছিল..বাচছাটা এক বছর হবে ..আমার তাতিন তখন এমন..রোদে ভাবতে পারতামনা ওকে মুড়ি জল দিয়ে রাস্তার পাশে বসিয়ে কাজ করব....ওইভাবে ও ওরা অন্ন জোগায়....একদিন দেখলাম কালো হাই ড্রেনের ময়লা কোমর সমান নেমে হাতে তুলছে...না হাতটা নোংরা ..কিন্তু আমার হাত টাকে প্রণাম করতে ইচ্ছে হচ্ছিল...ওই হাত টা গিয়ে ভাত পাবেনা...ভাত করে আগে সন্তানদের খাইয়ে নিজে খাবে....মা এই ছোট্ট কথাটার কত ব্যপ্তি.....এই গরম উপেক্ষা করে সব্জী বিক্রী করা মা..প্রথম ভোরের ট্রনে কাজে যাওয়া মা...সব্জির বস্তা নিয়ে শিয়াল দায় নিয়ে যাওয়া মা....রাতের পসারিনী মা ....পাহাড়ের খাদের কিনারায় ডুলি তে সন্তান রেখে কাজ করা মা...রোদ জল সামলিয়ে ট্রাপিক সামলান মা...বাড়িতে সারাদিন হাসি মুখে নিজে না খেয়ে সবার হাসি জোগান মা............সব মা দের নিয়েই আমার মাতৃদিবস|
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং নন্দিতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।