মেঘলা দিনের আবদার
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : তনুশ্রী দে পাল
দেশ : India , শহর : বাঁকুড়া, পশ্চিমবঙ্গ

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , এপ্রিল
প্রকাশিত ১৭ টি লেখনী ৩৩ টি দেশ ব্যাপী ৯৪৯২ জন পড়েছেন।
- শুনছো, বৃষ্টি পড়ছে।
- দেখতে পাচ্ছি।
- বলছিলাম যে একটু চা আ-আ-আ।
- কি ই-ই-ই ? এইমাত্র অফিস থেকে এসে খেলে। আরো?
- না আসলে এ-এ-এ, বৃষ্টি পড়ছে তো তাই ই-ই-ই।
- এই নাও চা।
- শুধু চা দিলে? চায়ের সাথে একটু মানে একটু পকোড়া করলে না?
- আবার পকোড়া! আমাকে মেরে ফেলো। সারাদিন কাজ, তার উপর তোমার এই আবদার।
- কি এমন কাজ করো? আমি অফিসে চলে গেলে তো তোমার কোন কাজ থাকেনা, সব সময় তো ফেসবুক করো।
- হ্যাঁ আমাকে শুধু ফেসবুক করতেই দেখো। বাড়ির কাজ গুলো ভূতে এসে করে দিয়ে যায়।
- লক্ষীটি! একটু পকোড়া করো।
- এই নাও তোমার চা আর পকোড়া। আর কিছু করতে বলবে না আমাকে। এবার আমি সিরিয়াল দেখবো।
- আরে চ্যানেল টা পাল্টাও না। নিউজ টা দেখতে দাও। কে যে ভোটে জিতবে কে জানি?
- তোমার ভোটের নিকুচি করেছে।আমার"রাসমণি"আরম্ভ হয়ে যাবে।
- শুনছো ! আমার লক্ষ্মী বউটি, আমার সোনামণি টি!
- আবার কি ধান্দা?
- তুমি শুধু আমার ধান্দা দেখো। ভালবাসলেও তোমার জ্বালা।
- ধান্দাটা  বলে ফেলো।
- বলছিলাম যে এ-এ-এ আজ বৃষ্টি পড়ছে তো, তাই একটু চিকেন আনবো? চিকেন কষা আর খিচুড়ি করবে?
- কি ই-ই-ই? এই ভ্যাপসা গরমে খিচুড়ি? তোমার কোনো আক্কেল নেই?
- প্লিজ! খুব খেতে ইচ্ছে করছে।
- তোমার শুধু খাই  আর খাই।
- আমি তোমাকে সাহায্য করবো।
- তুমি সাহায্য করবে? লকডাউনে তুমি আমায় অনেক সাহায্য করেছো, আর না। কাজ করে করে আমার ওজন কমে গেল।
- ভালোই তো হয়েছে। ওজন কমানোর জন্য কত কি করতে। সেটা নিজের থেকেই কমে গেল। আবার লকডাউন হবে।
- এবার আমি বাপের বাড়ি চলে যাব।
- তাহলে আমার কি হবে?
- বেশি তেল দিওনা। আমার শেষ কথা, আমি  খিচুড়ি করতে পারবোনা।
- দেখো আমি তোমার স্বামী হই, স্বামী যা বলে তাই করতে হয় ‌।
- তোমার মিষ্টি কথায় আমি ভুলছি না। আমি পারবো না তো পারবো না।
- তোমার হাতের খিচুড়ি যেন অমৃত। তোমার হাতের রান্না খেয়ে আমার আর কারো হাতে রান্না খেতে ইচ্ছে হয় না।
- কথার জালে তুমি বেশ ফাঁসাতে পারো। যাও আনো চিকেন। করে দিচ্ছি খিচুড়ি আর চিকেন কষা।
- এইতো আমার লক্ষ্মী বউটি কথা শুনেছে।
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং তনুশ্রী দে পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 3  Bulgaria : 1  Canada : 4  China : 76  Germany : 2  India : 237  Ireland : 6  Russian Federat : 14  Saudi Arabia : 4  Sweden : 4  
Ukraine : 5  United Kingdom : 1  United States : 285  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 3  Bulgaria : 1  Canada : 4  China : 76  
Germany : 2  India : 237  Ireland : 6  Russian Federat : 14  
Saudi Arabia : 4  Sweden : 4  Ukraine : 5  United Kingdom : 1  
United States : 285  
© কিশলয় এবং তনুশ্রী দে পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মেঘলা দিনের আবদার by Tanusri Dey Pal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৩৬২৩০০
  • প্রকাশিত অন্যান্য লেখনী