প্রতিটি সন্তান একে অন্যের থেকে আলাদা। অনেক সন্তান পড়াশোনা করতে ভালোবাসে। অনেকে ড্রইং করতে ভালোবাসে। আবার অনেকেই নৃত্য করতে ভালোবাসে। কেউ ভালো আবৃত্তি করে। আবার কেউ কেউ ক্রিকেট খেলতে ভালবাসে ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কিছুই পারে না।
আমরা চিন্তায় পড়ে যাই, আমাদের ছেলের কি হবে কি হবে ভেবে।
আপনারা হয়তো ভাবছেন, আমি কেন এগুলো বলছি?
আমরা প্রায় মা-বাবা নিজের স্বপ্নটাকে সন্তানদের উপর চাপিয়ে দিই। অনেক মা-বাবাদের স্বপ্ন ছেলে আমার ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ মাস্টার ইত্যাদি ইত্যাদি।
নিজেদের স্বপ্ন থেকে বেরিয়ে যদি একটু সন্তানদের স্বপ্নের কথা ভাবি, ওদের দিকে একটু নজর দিই, ওরা কি চায় একটু বোঝার চেষ্টা করি।
সব সন্তানরা পড়াশোনায় ভালো হবে তার কোনো মানে নেই । যারা পড়াশোনায় ভালো তাদের পড়াশোনা করতে দিতে হবে। সব জিনিস সবার পক্ষে সম্ভব না। প্রতিটি মানুষের মধ্যে একটা করে প্রতিভা লুকিয়ে থাকে। পড়াশোনা তো বাধ্যতামূলক। যেটা ভালো পারে তাকে সেটা করতে দেওয়াই ভালো।
কি ভাবছেন আমি বোকার মত কথাগুলো বলছি?
না, একটু ভেবে দেখুন , বলা যায়না যে সন্তানটি নৃত্য করতে ভালোবাসে , সে হয়তো একদিন বড় কোরিওগ্রাফার হয়ে উঠতে পারে। আবার যে ড্রইং করতে ভালোবাসে, সে হয়তো কোনদিন বড় পেইন্টার হতে পারে । আবার যে ক্রিকেট খেলতে ভালবাসে, সে হয়তো কোনদিন বড় ক্রিকেটার হতে পারে ইত্যাদি ইত্যাদি। তখন কিন্তু আমাদের এই সন্তানদের নিয়ে গর্ব হবে।
তাই বলছি, আমাদের নিজেদের স্বপ্ন সন্তানদের উপর না চাপিয়ে যদি ওদের পাশে থাকি। ওদের অপমানও আক্রমণ না করে যদি ভালোবেসে বুঝিয়ে বলি তাহলেই আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে। প্রতিটি সন্তান একদিন প্রতিষ্ঠিত হবে।
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং তনুশ্রী দে পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।