বর্ষবরণ
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : তনুশ্রী দে পাল
দেশ : India , শহর : বাঁকুড়া, পশ্চিমবঙ্গ

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২১ , এপ্রিল
প্রকাশিত ১৭ টি লেখনী ৩৯ টি দেশ ব্যাপী ১২৯২৬ জন পড়েছেন।
আমি ভুলানি বইলছ্যি।
আমার তিনটা ছা বইলছ্যে-
এবার পলা বোশেখে লতুন জমাটো লিব্যেক্ ।
কুথ থেকে আমি লতুন জমাটো দুব্যক্।
আমরা ছোটলোক বঠি, উসব বড়লোকদের পরব।
উসব আমাদের লয় , কিন্তু ছা গুলানকে কে বুজাইবেক?
ছাগুলান বড় চপা হইনছ্যে।
বইলচ্ছ্যে, তুই লতুন শাড়িটো প‌‌ইর‌্যবি মা ,
আমাদের বেলায় লায়।
আমি গোলাঘর গুলানকে ব‌ইল্ল্যোম্,
- হা দিদি ভাল্ এবার পলা বোশেখে টাকাটো দাও।
আমি শাড়ি লুব্যক্ লায় ।
কিন্তু আমার পুড়্‌হা কপাল।
সব গোলাঘর গুলান্ , ওই যে এএএএএএ,
সেল না ফেল কি বল্ল্যেক্, ওকানে শাড়ি আইন্যেছে।
আমার মরদটার কুনো মুরাদ্ লাই্।
রাত হলে ডেলি মদ ম্যাইরে চ‌ইল্যে আইসবেক।
কিচ্ছু  ব‌ইল্ল্যে  আমাকে মাইরে মরহাইন দিব্যেক্।
মরদের ডরে ম‌ইরি আমি ।
ছাগুলানকে আমানি খাওয়া ই  ঘুম পাড়হাইনচ্ছি।
দ্যাইখি বস্তিতে শাড়িগুলান কাউকে বেচে  - 
টাকাটো জুগার ক‌ইরতে পাইরিক কিনা?
কিন্তু, কেউ লিলেক্ লায় ।
সবাই গোলাঘর গুলানে শাড়ি পাইনচ্ছ্যে।
আমি যা গোলাঘর গুলানে টাকাটো পাই-
সেটা দিয়া তো মাসটাই  চলে লাই।
মাসের শেষে গোলাঘর গুলনে আমাকে টাকাটো  মাইগতে হয় ।
মরদটা টাকাটো দিয়া দূরের কথা,
মদ ম্যাইরার লাইগা ডেলি আমার কাছে টাকাটো লেই।
গোলাঘর গুলান্ থেকে কতক গুলান
পুরলো জামাটো মাইগ্যে আইনেছ্যি।
জামা গুলান বেশ লতুন লতুন দ্যাখ্‌তে।
বড়লোকের ছা- এর জামাটো!
জামা গুলান দ্যাখ্যে ,ছা গুলান মুখে সে কি হাসি!
চোখ গুলানে জল আইসে গেল।
পলা বোশেখের সকাল থেকেই,
ছাগুলান জামাগুলান্ প‌ইরে,সে কি ফূর্তি।
উয়ারা বুইঝতে লাইরলেক উগুলান্
পুরলো জামা গুলান ব‌ইটেক ব‌ইল্যে।
সকাল থ্যাকেই গোলাঘর গুলানে্ 
ভাল্যো ভাল্যো রাইন্না হ‌ইন্‌চ্ছে।
কি ভাল্যো গন্ধক্ আইসচ্ছেক নাকে ।
য‌ইদি্ উয়াদের বাইড়্‌হে ,তাহ‌ইলে  আমাকে দিব্বেক্।
হহহহহ! , ভগবান আমার কথা শুইনেচ্ছক।
একটা গোলাঘরে বেদম খাবার বাইড়্‌য়েছে।
উয়ারা রাতে খাবেক লায়।
উয়ারা রাতে ঐ য্যে কি ব‌ইল্যেক -
আমার ব্যতে বেরহাই  লাই,
ঐ য্যে বড় বড় হোটেল গুলান্-
ওইকানে খাইব্যেক আর কি সব পাইলন্ ক‌ইরবেক্।
গোলাঘর গুলানে ছটো ছটো বিটিছা গুলান্,
কি সুন্দর শাড়ী প‌ইরে লাইচতে গেইলেক্।
লতুন বছ্যরটাকে ভরন ক‌ইরবেক্ ব‌ইলে।
বাবা লো ওও! কি সুন্দর্ লাইগছিল্য দ্যাখতে।
আমার ছা গুলানো,ভাল্যো ভাল্যো খাবার খাইলেক,
জামাও প‌ইরল্যেক।
ঐ যে কি সব ব‌ইল্যে  লাই,
আমরাও পাইলন্ ক‌ইরল্লোম্।
ছা গুলান্ খাইয়ে দাইয়ে লাচলেক্।
আমরাও লতুন বছ্যরটাকে ভরন ক‌ইরল্লোম।
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং তনুশ্রী দে পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 1  Europe : 33  Germany : 3  India : 102  Ireland : 4  Japan : 6  Lithuania : 1  Russian Federat : 8  Saudi Arabia : 7  
Sweden : 1  Ukraine : 3  United Kingdom : 8  United States : 179  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 1  Europe : 33  Germany : 3  
India : 102  Ireland : 4  Japan : 6  Lithuania : 1  
Russian Federat : 8  Saudi Arabia : 7  Sweden : 1  Ukraine : 3  
United Kingdom : 8  United States : 179  
© কিশলয় এবং তনুশ্রী দে পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বর্ষবরণ by Tanusri Dey Pal is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৯৬৭৯৬০
  • প্রকাশিত অন্যান্য লেখনী