এসেছিলে তুমি দহন ঝরানো বোশে- খের তপ্ত রোদ,
ফুলে ফলে পল্লবে কোয়েলের ক্লান্ত রব।
৬ নম্বর দারোকানাথ লেনের বকুল বীথির ছায়,
পড়েছিল তোমার ছোট্ট চরণ যুগল বায়।
ঠাকুরবাড়ি উঠল আবার জেগে,
উন্মাদনা তোমার দামল পনায়।
কবিতা,গানে, হরেক নাট্য রচনে,
প্রবন্ধ, কাব্য, সাহিত্য সম্পাদনায়।
সহজ পাঠে প্রথম চলা শুরু,
হঠাৎ দেখা রেলগাড়ির কামরায়,
নয়ন তোমায় পায়না দেখিতে আজও
কাঁদালে তুমি মোরে ভালোবাসার ই ঘায়।
হতেম যদি ইছামতি নদী ...........
পেরিয়ে যেতেম তেপান্তরের মাঠ,
ভাসিয়ে দিতেম আমার তরী খানি,
রুপ সাগরে নামতো অন্ধকার।
নামনা জানা কাজলা আঁখির ছটা,
তোমার প্রেমে বুক করে দুরু দুরু,
যুগ যুগান্তর প্রেম তৃষ্ণায় ভাষা,
প্রণমী তোমারে হে যুগ-পুরুষ'।
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং রীনা ভদ্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।