১লা দিনে ঊষার ভোরে,
নতুন খাতা ঠাকুর দোরে,
থরে থরে সাজানো মন্ডা মিঠাই।
পূজোর ঘন্টা ধুনোর গন্ধ,
ফুলের পাহাড় মন্ত্র তন্ত্র,
গলদঘর্ম হয়েও খুশি ভাই।
নিম হলুদ ঘসে গায়,
পেন্নাম ঠুকি বড়র পায়,
নতুন জামা ভারি খুশি তাই।
বাঙালীর নিয়মনিষ্ঠা অংক কষে,
ব্যবসা পত্রে উন্নতির আশে,
সারাবছর সুখটা যেন পাই।
বছরের প্রথম দিনের ভুঁড়িভোজ,
সকাল থেকে চলে তারই খোঁজ,
গরম লুচি আলুর তরকারি খাই।
দুপুরে শুক্তো শুরু মাছের মাথা,
গলদা চিংড়ি আর কচি পাঁঠা,
দই সন্দেশ শেষ পাতেতে চাই।
আয়েশ করে দাঁতে কাঠি,
বেনারসী পান গল্প গাটি,
১লা দিনে বাঙালী এমনটাই।।
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং রীনা ভদ্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।