নারী দিবসের সেই মেয়েটা, জন্ম মেয়ে বলেই ত্যাগ,
ভ্যাটে ফেলা রক্তমাখা খায় কুকুরে করে ভাগ।
নারী দিবসের সেই মেয়েটা, মেয়ে জন্মে তিতিক্ষার,
রূপে,গুণে,অর্থে,প্রাচুর্যে,তার হয় যে-গো বিচার।
নারী দিবসের সেই মেয়েটা,বাঁচে সবার যন্ত্রণা সয়ে,
পড়া শিখে চাকরি করে দাঁড়ায় নিজের পায়ে।
নারী দিবসের সেই মেয়েটা, আজ ও পণপ্রথায় বলি,
শিক্ষিত সমাজের নোংরা অন্যায় খেলা নিয়েও চলি।
নারী দিবসের সেই মেয়েটা, যে প্রতি- নিয়ত দলিত,
হাসিমুখে বঞ্চনা সয়ে সংসারসামলাতে ব্যস্ত।
নারী দিবসের সেই মেয়েটা,যারনেইকো নিজের ঘর,
বাবার,স্বামীর,ছেলের,মেয়ের,সে সবার কাছেই পর।
নারী দিবসের সেই মেয়েটা, অপমান তাচ্ছিল্যের শিকার,
স্বামী,ছেলের ঘর ছেড়ে শেষেবৃদ্ধাশ্রমেই তার বাস।
নারী দিবসের সেই মেয়েটা,কামদুনির মতো হাজারো নির্ভয়া,
সবার সামনে ধর্ষিত হয় প্রশাসন শান্ত নিরুত্তর নির্বিকার।
রচনাকাল : ১৫/৫/২০২১
© কিশলয় এবং রীনা ভদ্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।