সভ্যতা শ্বাস নিতে চায়
মেঘনাদ দত্ত
শাসক-বিরোধীদের নির্বাচনের 'Lullaby' ক্ষান্ত।
কেউ মসনদে, কেউ বাসায় ফিরেছে।
তাদের প্রচারের ইস্তেহার ঘুমিয়ে আছে
মুদির লাল খেরোর খাতায়।
দ্রব্যমূল্যের ফ্লাইওভার দিন আনে দিন খাওয়াদের
ছেঁদা চালে বজ্রপাতের ক্রন্দন।
নিত্য নৈমিত্তিক বাজারের থলিতে
নেতা-নেত্রীদের প্রতিজ্ঞাগুলি বদ্ধ শুধু,
মধ্যাহ্ন ভোজ সারবে তাই দিয়ে।
কোটি কোটি অর্থ ব্যয় নির্বাচন উৎসবে।
ধর্মকে হাতিয়ার করতে,করেছে ভিখারী তাকে।
শুধু লাশগুলো ভাসছে বর্তমান সভ্যতার পঙ্কিল ঊর্মিতে।
হাজার ফুট গভীরে স্বাস্থ্য ব্যবস্থা,
আর্সেনিক আসছে তেড়ে সেখান থেকে।
সভ্যতা আজ শ্বাস নিতে চায়।
মানুষ মানুষের পাশে,বড়ো কাছে।
নিদ্রাহীন ডাক্তার বাবু অচৈতন্য লক্ষণ এর পাশে রাম এর মতো।
মানবতার দরবারে সেবিকারা নির্নিমেষ ফ্লোরেন্স।
কবিতা, তুমি মানসী হও!
তুমি কি শ্বাস এনে দিতে পারো?
মানুষ আজ অসহায়,
সে শ্বাস নিতে চায়!
রচনাকাল : ১৩/৫/২০২১
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।