আজও সন্ধ্যা নামে শ্রমিক পাড়ার বসতিতে, ঘামে ভেজা শরীর লুকায় রাত নামক কালো খামে। ওরা তো কাজ করে যায়, হিসাব বোঝে না কিছুই, যারাই আসুক ক্ষমতায় ওদের তো সীমিত আয়। রাজ্য আবার রাজা পায়, শুধু সুখের তো আসা হয় না এই দুঃখীদের ভিটেতে, কিন্তু ঠিকানা তো সঠিকই ছিল ওদের দেয়া সেই চিঠিতে। তাই ওরা অপেক্ষায় থেকে যায়, যা ছিল সুদূর অতীতে।।রচনাকাল : ১২/৫/২০২১