আ...শ্বাস আছে বলেই তো
আজ অক্সিজেনের খুব প্রয়োজন ...
বিশ্বাস আছে বলেই তো
আজ বাঁচবার এত আয়োজন ...
একটা সুস্থ জীবনের ...
জন্য শুধুই কি অপেক্ষা ?
না কি নিজেই নিজের
মনটাকে মৃত্যু ভয়ের সাথে
একসূত্রে বেঁধে রাখা।
রচনাকাল : ১২/৫/২০২১
© কিশলয় এবং দেবজিৎ কুণ্ডু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।