যাই আসে মনে তাই লিখি কলমে
নয়ন মেলে দেখি যারে তাকেই রাখি খাতাতে।
উড়ছে পাখি আকাশে
ভাসছে মেঘের ভেলাতে।
ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি মাটিতে
তা দেখে যে মনটা আমার মেতে ওঠে আনন্দে।
গাছ গুলি সব দুলতে থাকে
হাওয়ার পড়শ পেয়ে।
মাঠের ফসল উঠছে ভরে
চাষি নাচে আনন্দে।
ছেলেরা সব খেলছে মাঠে
দুঃখ তাদের ভুলে।
সকাল - সাঁঝে শঙ্খ বাজে
গ্রামের ঘরে ঘরে।
প্রদীপ জ্বেলে পড়তে বসে
সকল শিশু গণে।
আমিও যে লিখতে থাকি
ছন্দ ছাড়া পদ্যে।
অন্ধকার আকাশও সেজেছে
মিটি মিটি উজ্জল আলোতে।
আজ দারুণ খুশি আমিও যে
মায়ের পরশ পেয়ে।।।।
রচনাকাল : ১২/৫/২০২১
© কিশলয় এবং সুজাতা দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।