এসেছে বসন্ত মনেরও আনন্দ খেলবো সবাই দোল, কৃষ্ণ রাধার প্রেম নীলা বৃন্দা বনেরও পরিমল । আকাশ বাতাস তরুর সার বসন্তেরই রং মেখে, আপন মনে হেলে দুলে নৃত্য করে সুখে । হিংসা ভুলে নরের কুলে থাকবো সবাই এক সঙ্গে, ঝঞ্ঝা উদক যতই আসুক সইবো সবই অঙ্গে । শেষের জীবনে বাকী দিনকটা চাই আনন্দে কাটাতে, দুঃখের সাগর কিনারায় বসে ছাড়িনা আশার স্বপ্ন দেখতে ।।।রচনাকাল : ১২/৫/২০২১
দীনবন্ধু দাস পূর্ব বর্ধমান জেলার রামপুর গ্রামে ১০ই মে মাসে জন্মগ্রহণ করেন। বর্তমানে উনি বাংলায় স্নাতক বিভাগে পাঠরত। উনি ওনার ঠাকুরদা 'শ্রী হারাধন দাস' এর কাছে সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন। এসবের পাশাপাশি বাগান তৈরি করা এবং গান-আঁকার প্রতি তার শখ আছে।