গাড়ীতে ওঠার আগে রিমির চোখের জল মুছিয়ে ওর কাকিমা কাঁসার থালা থেকে এক আঁজলা চাল ওর দুই হাতে তুলে দিয়ে ওকে বলল, "পিছনে তোর মা আঁচল পেতে দাঁড়িয়ে আছে, এই চালগুলো মায়ের আঁচলে দিয়ে বল, 'মা তোমার সব ঋণ শোধ করে দিলাম'।"
রিমি দেবার জন্যে প্রস্তুত হলে রিমির সদ্য বিবাহিত বর ওর হাতটা চেপে ধরে বলল, "রিমি তুমি এ কথা বলবে না। কারণ মা বাবার কাছে সন্তান কখনো ঋণী হয়না, মা বাবা সহজাত আনন্দে সন্তান মানুষ করেন। এখানে ঋণ, ঋণশোধ এসবের প্রশ্নই ওঠে না। বরং তুমি বলো, আজ থেকে তোমাদের সব দায়িত্ব আমরা দুজন নিলাম।"
এক লহমায় রিমির কান্না উবে গিয়ে চোখেমুখে মুগ্ধতার রেশ ছড়িয়ে পড়ল। রিমি নতুন বরের হাতটা আরো শক্ত করে ধরলো আর বলল, "সারাজীবন এমনভাবে আমার পাশে থেকো।"
রচনাকাল : ১২/৫/২০২১
© কিশলয় এবং মৌসুমি ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।